General Knowledge

Confusing Bangla General Knowledge

ছোট ভাই বোনেরা পড়তে গিয়ে কনফিউশন পড়ে ! একেক বইয়ে একেক টা উত্তর ! মাথা ঘুরে যায় ! পড়ার আগ্রহই হারিয়ে ফেলে ।ইনবক্সে পাওয়া এমন কিছু প্রশ্নের উত্তর
১।মুক্তিযোদ্ধা হত্যা দিবস কবে?
১ ডিসেম্বর / ২৫ শে মার্চ / ৩ নভেম্বর / ৭ নভেম্বর?
= ৭ নভেম্বর ( ৩নভেম্বর- জেল হত্যা দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ,১ ডি মুক্তিযোদ্ধা দিবস)

১৯৭৫ সালের ৭ নভেম্বর তথাকথিত সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে। এরা হলেন-
#খালেদ মোশাররফ বীরউত্তম
#কে এন হুদা বীরউত্তম
# টি এম হায়দার বীরবিক্রম

২।ভাষা শহিদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয় কবে?
২৩ ফেব্রুয়ারি / ২৪ ফেব্রুয়ারি???
সঠিক উত্তর : ২৩ ফেব্রুয়ারি। শহিদ শফিকের বাবা উদ্বোধন করেন ।
৩।পৃথিবীর প্রথম দেশ হিসেবে জলবায়ু তহবিল গঠন করে কোন দেশ?
বাংলাদেশ নাকি ভুটান???
–বাংলাদেশ
৪।বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়ের নাম কী?

গারো/ তাজিংডং?
সঠিক উত্তর
আয়তনে বড় পাহাড় >>গারো পাহাড় ( ময়মনসিংহ )
উঁচু শৃঙ্গ = সরকারিভাবে তাজিংডং, বেসরকারি জরিপে সাকা হাফং/ ত্লাংময়

৫।বাংলাদেশের নদী গবেষনা ইন্সটিটিউট/কেন্দ্র কোথায়?
ফরিদপুর/চাঁদপুর?
সঠিক উত্তর : ফরিদপুর। ফরিদপুরের হারিকান্দিতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠা হয়।


৬।খুলনা হাডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে কোন কাঠ ব্যবহৃত হয় ?
— সুন্দরী/ গেওয়া ???
সঠিক উত্তর সুন্দরী । খুলনার নিউজ প্রিন্ট মিলে গেওয়া ব্যবহৃত হয়

বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায়?
খুলনা //চট্টগ্রাম??
সঠিক উত্তর
= খুলনা শিপ ইয়ার্ড
৭।শিশুমৃত্যু হার হ্রাসে সাফল্যের জন্য শেখ হাসিনা ‘এমডিজি এ্যাওয়ার্ড’ অর্জন করেছেন কবে ?-২০১০/২০১৫?
= ২০১০ । ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স অব দি আর্থ !!
৮।বিখ্যাত “ট্রয় নগরী কোথায় অবস্থিত?
গ্রিস/তুরস্ক???
সঠিক উত্তর :
ট্রয় নগরী – তুরস্ক , ধ্বংস করেছিল- গ্রীস
৯।এইডস রোগী সবচেয়ে বেশি কোন দেশে ?
লেসেথো নাকি দ. আফ্রিকা.?
সঠিক উত্তর >>কিংডম অব ইসোয়াতিনি
১০।ডেটন চুক্তিতে মধ্যস্থতাকারী কে ?
জিমি কার্টার / বিল ক্লিনটন ?
সঠিক উত্তর : জিমি কার্টার। তিনি তখন(১৯৯৫) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন । ডেটন হল যুক্তরাষ্ট্রের বিমান ঘাটি, ।ডেটন চুক্তির ফলে বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান!!
অন্যদিকে ক্যাম্পডেভিট চুক্তির (মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন। মিশর – ইসরাইল । এই চুক্তির ফলে মিশরকে আরব লীগ ও ওআই সি থেকে বহিষ্কার করা হয় ) সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিল ক্লিনটন (১৯৭৯) । তখন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার আর তিনিই মধ্যস্ততা করেন।

১১।বর্তমানে এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কতটি?
৪৪/৪৫??
-৪৪টি ( বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম শ্রেণি) । তবে ফিলিস্তিনকে যেহেতু জাতিসংঘের অস্থায়ী স্বাধীন সদস্যপদ দেওয়া হয়েছে সেহেতু ৪৫ টা বেশি গ্রহণযোগ্য

পাঠকের প্রশ্ন
আমি চিনি গো চিনি তোমারে , ওগো বিদেশিনী …
কিন্তু
ইন্দোচীন , গণচীন , রিপাবলিক অব চীন কে চিনি না 😩😩😩?
১।গণচীন হলো >>পিপলস রিপাবলিক অব চায়না।
২। তাইওয়ান>> রিপাবলিক অব চায়না
এই দুই চীনের মূল পার্থক্য হলো প্রথমটাতে সমাজতন্ত্র আর দ্বিতীয়টাতে পুঁজিবাদী অর্থব্যবস্থা চালু রয়েছে । এজন্য চীনে এক দেশ দুই নীতি প্রচলিত আছে ।
।।
আর ইন্দোচীন হলো লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া এই তিন দেশের ভূ- রাজনৈতিক , অর্থনৈতিক সম্বন্বিত রুপ । এরাই সবাই স্বাধীন ও আলাদা !!

Leave a comment