41 BCS · BCS Preliminary Tips

৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি – Zakir BCS 16Jan20

৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি
★ প্রতিদিনের সহজ ৫ টি প্রশ্নোত্তর পর্ব-১ ★
-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
*** নোবেলজয়ী চারজন বাঙালির নাম কি?
উত্তর: ১. রবীন্দ্রনাথ ঠাকুর-১৯১৩ সাল (সাহিত্য)।
২. অমর্ত্য সেন-১৯৯৮ সাল (অর্থনীতি)।
৩. ডঃ মুহম্মদ ইউনুস-২০০৬ সাল (শান্তি)।
৪. অভিজিৎ ব্যানার্জি-২০১৯ সাল (অর্থনীতি)

*** বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ দুটি ড্রিমলাইনার এর নাম কি?
১. সোনার তরী।
২. অচিন পাখি।

***ভারতের নাগরিকত্ব আইনের প্রেক্ষাপটে NPR,NRC,CAA,CABএর পূর্ণরূপ লেখ।
উত্তরঃ
১.NPR–National population Register.
২.NRC-National Register of Citizen.
৩.CAA-Citizenship Amendment Act.
৪.CAB-Citizen Amendment Bill.

*** ১২ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশীর নাম কি?
উত্তর:১. রুশনারা আলী।
২. টিউলিপ সিদ্দিক।
৩. রুপা হক।
৪. আফসানা বেগম।

*** যশোর জেলার ব্র্যান্ডিং নাম কি?
উত্তর: নানা রঙের ফুলের মেলা,খেজুর গুড়ের যশোর জেলা।

@@ এমন সাধারন ৫ টি করে প্রশ্ন নিয়ে থাকবে প্রতিদিনের পর্ব “ইনশাআল্লাহ”@@
॥॥॥
সৌজন্য : জসিম উদ্দিন